শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পি আর পদ্ধতি হলো ফ্যাসিবাদের পুনর্বাসনের একট প্রজেক্ট- জেলা বিএনপির সদস্য সচিব রিপন বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কুলাউড়ায় জুস পান করে মা মেয়েকে অচেতনের অভিযোগ কুলাউড়ায় মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

কুলাউড়ায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, অবৈধ পার্কিং করায় ২১চালককে জরিমানা

মাহফুজ শাকিল
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

 

মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসনের জন্য ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ২১ জন চালককে ৩৮ হাজার ৯ শত টাকা জরিমানা করেন তিনি।মঙ্গলবার বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড, দক্ষিণবাজার ও উত্তরবাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে কুলাউড়া থানাপুলিশের একটি দল ও পৌরসভার একটি দল তাকে সহযোগিতা করে।

এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা,মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রো গাড়ি পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২১ জন চালককে ৩৮ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মোবাইল কোর্ট করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্যারের নির্দেশে ও ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার স্যারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে গত ১৪ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সপ্তাহে দুইদিন করে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh