- মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মহিউদ্দিন এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের আগে কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সব ইউনিয়ন বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের বাইরে সমবেত হন। পরে নির্বাচনী আচরণ বিধি মেনে কয়েকজন নেতা-কর্মী নিয়ে প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেন।