বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া সীমান্তে পুশ-ইন বাংলাদেশী ১৪ নাগরিকের পরিচয় শনাক্ত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে অধিকার প্রয়োগের সুযোগ দিন – ডা: জাহিদ ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক সঞ্জয় পাশী গ্রেপ্তার কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কুলাউড়ায় যুবলীগ নেতা তারন গেপ্তার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার

কুলাউড়ায় ১৩টি মোবাইলসহ চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামালসহ আসামি কামরুলকে গ্রেপ্তার করে। কামরুল ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা তৈমুছ মিয়ার ছেলে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে গত বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে এক চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকাসহ সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বিষয়টি থানাপুলিশকে দোকানের মালিক শাহিন মিয়া অবহিত করার পর চুরির পরদিন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির উদ্দিনসহ পুলিশের একটি টিম চোরকে প্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য অভিযানে নামে। অভিযানকালে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত চোর কামরুল হাসানকে শনাক্ত করে ব্রাহ্মণবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাজার পশু হাটের পিছনের ময়লা স্তুপ থেকে একটি মোবাইল ও তার বসতঘর থেকে বাকি ১২টি মোবাইল, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়িসহ লোহা কাটার ব্লেড উদ্ধার করে জব্দ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দোকানের মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আসামি কামরুলকে বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh