শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন 

আ.লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪

 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। চা রপ্তানি করে আমরা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই চা শিল্প বাঁচাতে হলে শ্রমিকদের ভালো রাখতে হবে।’আ.লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি রবিবার (১০ মার্চ) বিকেলে কুলাউড়ার লংলা চা বাগান দুর্গামণ্ডপে চা শ্রমিকদের বিশাল মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটের অধিকার ও নাগরিকত্ব দিয়েছেন। আমাদের চা শ্রমিকরা ভূমিহীন থাকবে, এটা হতে পারে না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের ভূমির অধিকার প্রদান করবে। কেননা, মানুষের সম্মান থাকতে হলে তার ভূমির অধিকার থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাধারণ ভূমিহীন মানুষ যেভাবে ঘর পাচ্ছে, চা শ্রমিকরাও ঠিক সেই ভাবে পাবে।’

লংলা ভ্যালি সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এই চা শ্রমিক মিলন মেলার আয়োজন করেন। এতে উপজেলার ২২টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।

লংলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গৌরাঙ্গ বাক্তির সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য অঞ্জন গোস্বামীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সম্পাদক গৌরা দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।

দিনব্যাপী চা শ্রমিক মিলনমেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh