শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন 

সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে – এমপি নাদেল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
হাসপাতালে সুষ্ঠু সেবা প্রদানের স্বার্থে সবসময় সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্যে তিনি বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও নিশ্চিত হয়েছে চিকিৎসা সেবা।
তিনি হাসপাতালের চিকিৎসকসহ সব সংকট সমাধানের আশ্বাস দিয়ে চিকিৎসা সেবায় হাসপাতালে কর্তব্যরতদেরকে আরও আন্তরিক হওয়ার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আলী মাহমুদ, মা ও শিশু বিষয়ক ডা. সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, মোতাহের আলম চৌধুরী, অজয় দাস প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিবনাথ ভট্টাচার্য, স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আফতাব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh