কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
তিনি হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব করার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার কথা জানান। এসময় তিনি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার ৮মে বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রেখে সততা, জবাবদিহিতা বজায় রেখে রোগীদের সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। এসময় দীর্ঘদিন থেকে হাসপাতালে থাকা চলমান সংকট নিরসনে কয়েকটি উদ্যোগ নেন। তন্মধ্যে হাসপাতালের চিকিৎসক সংকটে স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিতকরণ। ২৯ বছর ধরে বন্ধ থাকা হাসপাতালের এক্সরে মেশিন চালুকরণ এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যারা প্রেষণে জেলা ও বিভাগীয় পর্যায়ে রয়েছেন তাদের আদেশ বাতিলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ। সপ্তাহে একদিন গাইনী চিকিৎসক দিয়ে হাসপাতালের ওটি বিভাগ চালুকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা সিভিল সার্জনকে অবহিত করেন। এছাড়া হাসপাতাল আঙ্গিনার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত উন্নত করতে স্বাস্থ্য বিভাগের জেলা প্রকৌশলীকে নির্দেশনা দেন।
সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, সেবাগ্রহীতাদের জন্য একটি মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম অঙ্গীকার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সারমিন ফারহানা জেরিন, কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার প্রমুখ। এরআগে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৮ দরিদ্র পরিবারের মাঝে ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ, হিঙ্গাজিয়া চা-বাগান, এলজিইডি কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। উল্লেখ্য, জেলার মধ্যে বৃহৎ উপজেলা কুলাউড়ার ৫ লাখ জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন থেকে চিকিৎসক সংকট, ঔষুধ স্বল্পতা, এক্সরে বিভাগ ও সিজারিয়ান সেবা কার্যক্রমসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি হাসপাতাল পরিদর্শন করে সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।