ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইনসহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকেরই রয়েছে সরব উপস্থিতি। এত এত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকায় একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করার প্রবণতা দেখা যায়।
ভেবে দেখেছেন কি একবার পাসওয়ার্ড হ্যাক হলে সব সোশাল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে হ্যাকাররা। তাই নিরাপত্তার গলদ এড়াতে শক্তপোক্ত পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প নেই।
কিন্তু কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাকাররা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কি না? এখানে এমন চারটি টুলের সন্ধান রয়েছে, যার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে কি না।
হ্যাভ আই বিন পনড
জনপ্রিয় এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ই-মেইল আইডি দিলেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য হাতানো হয়েছে কি না। পাশাপাশি নিজের বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে।