ব্রাইট একাডেমিক কেয়ার কতৃক পরিচালিত Basic Grammar course এর ব্যাচ- ১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় উছলাপাড়াস্থ একাডেমি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী আবির দাসের পরিচালনায় ও কোর্সের সমন্বয়ক নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষক মুনীর আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মহি উদ্দিন রিপন, শিক্ষার্থী বিহিত দত্ত, দিব্যরাজ সরকার, লিমন দাস প্রমুখ।
বক্তারা বলেন, বেসিক গ্রামার কোর্স হলো এমন একটি প্রশিক্ষণ যা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো শেখায়, যেমন — পার্টস অফ স্পিচ (বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ, ইত্যাদি), বাক্যের গঠন, এবং সাধারণ নিয়মকানুন। এই কোর্সগুলো সাধারণত নতুনদের জন্য তৈরি করা হয়, যারা ইংরেজি ভাষার মৌলিক ধারণা, শব্দভাণ্ডার এবং লেখার দক্ষতা উন্নত করতে চায়। সুতরাং ইংরেজি শিক্ষার উন্নয়নে বেসিক গ্রামারের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারী প্রথম স্থান অধিকারী বিহিত দত্ত ও দ্বিতীয় স্থান অধিকারী দুর্জয় চক্রবর্তী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।