রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে বালু সরিয়ে জরিমানা গুনলেন সজল প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর আনন্দ উল্লাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো পর্তুগাল বিএনপি কুলাউড়া কর্মধায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কুলাউড়া পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা জাসদ সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।
সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শহরস্থ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ ৫ দিনব্যাপী বিজয় মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক করে একটি কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক উপকমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, পৌর আওয়ামী লীগ সম্পাদক গৌরা দে, শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক সিপার আহমেদ, বর্তমান সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল, জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু, রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্য, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু, সহসভাপতি সহকারী অধ্যাপিকা সৈয়দা শাহ লতিফা আক্তার, সম্পাদক নির্ম্যাল্য মিত্র সুমন, জাতীয় তরুণ সংঘের সভাপতি আবুল খায়ের ফয়সলসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh