মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনকে কুলাউড়ায় সংবর্ধনা কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন  কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেপ্তার ১ শোভাযাত্রার মাধ্যমে কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী কুলাউড়ায় ৩০ বছর পর এম এ গনি আদর্শ কলেজে ডিগ্রী স্থরের অনুমোদন সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- কুলাউড়ায় জেলা প্রশাসক ইসরাইল হোসেন কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কুলাউড়ায় ২৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১০ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে দুই ধাপে উপজেলার ২৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

মেধাবৃত্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের পৃষ্ঠপোষকতায় গত ১০ বছর ধরে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ১ম ধাপে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭ টি কিন্ডার গার্টেনের ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী এবং ২য় ধাপে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৭২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। সার্বিক সহযোগিতায় ছিলেন শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্ত, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, শিক্ষক খায়রুল আলম কয়ছর, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ,কেবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মহি উদ্দিন রিপন, আজহার মুনিম শাফিন প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশে ধারাবাহিকভাবে এ মেধাবৃত্তি আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধারবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh