বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক মোক্তাদির হোসেনের পিতৃবিয়োগ কাদিপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুরের জন্মদিন পালিত কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ২ কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে কুলাউড়া পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ

কুলাউড়ায় নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ১ জানুয়ারি বছরের শুরুতে বই উৎসবে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সবক’টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। এদিকে দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, মাধ্যমিক স্তরের মোট ৮২টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরন করা হয়েছে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভুঁইয়া জানান, সরকারি ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের মোট ২৯৫টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh