রবিবার, ১৫ জুন ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ পৌরসভার দেখিয়ারপুরে আর সি সি দ্বারা ঢালাই কাজের উদ্বোধন

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতি’র শীতবস্ত্র বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখা। বুধবার (৪ জানুয়ারি) রাতে পৌর এলাকার স্টেশন চৌমুহনী ও আশেপাশের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ছাত্রলীগ ।

উপজেলা ছাত্রলীগের ব্যানারে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফের সাথে  বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণলীগের আহবাহক মিনহারুল ইসলাম রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণে শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যে গৌরব উজ্জ্বল ইতিহাস এ ৭৫ বছরে অর্জন করেছে তার ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখবে। কুলাউড়া উপজেলা ছাত্রলীগ আজ এ প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ গ্রহণ করতে চায়, সকল অপশক্তির বিরুদ্ধে আমরা ছাত্রলীগ সর্বদা সচেষ্ট থাকবে। মানুষের জান মালের ক্ষতি যেন কেউ করতে না পারে সে জন্য ছাত্রলীগ সর্বদা প্রহরীর ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রাণের সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে অসহায় ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের মুখে খানিকটা হলেও হাসি ফোটাতে পেরেছি। এটাই আমার জন্য স্বার্থকতা।

উল্লেখ্য, দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh