সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত, কাল থেকে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ার ভুকশিমইলে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী  কুলাউড়ায় মাদ্রাসার সুপার কে তালামীয নেতার হুমকি, প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে বালু উত্তোলন করায়, ১ লক্ষ টাকা জরিমানা ইসলামী আইনের চেয়ে পৃথিবীতে ভালো কোনো আইন নেই—ডা. শফিক জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২মিলিয়ন ইউরো দেবে ইইউ

কুলাউড়ার মিলিপ্লাজায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ার সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার দুটি মোবাইল দোকান চুরির সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, এসআই অপু কুমার দাশ গুপ্ত, এএসআই মোঃ তাজুল ইসলামসহ পুলিশর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে চোর মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। চোর মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে।

চোর মামুন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানায়, বানিয়াচং এবং কুমিল্লা মুরাদনগর থানা এলাকার অন্যান্য মোবাইল চোরদের সাথে নিয়ে গত ১ জুন সকালে কুলাউড়ার মিলিপ্লাজা মার্কেটের দুটি মোবাইলের দোকান থেকে তারা ফোন চুরি করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লা লাকসাম, কুলাউড়াসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি এবং মোবাইল চুরির ৭-৮ টি মামলা রয়েছে। মিলিপ্লাজায় চুরির সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন সকালে শহরের মিলি প্লাজার ২য় তলায় অবস্থিত দুটি মোবাইলের দোকান জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় কয়েক লাখ টাকার স্মার্টফোনসহ মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায় ৫/৬ জনের সংঘবদ্ধ চক্র। এরপর জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে বৈঠক করেন ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দরা। এরপর ১১ জুন মিলিপ্লাজার ব্যবস্থাপনা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও ১৩ জুন দোকান পাঠ বন্ধ করে মার্কেটের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ী সমিতি।

মহি উদ্দিন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মোবাইল ০১৭১৯-৯৫১০৮৮

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh