সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ঘোষনা কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল

কুলাউড়ায় ১২০ প্রতিষ্ঠান পেল সুলতান মনসুর এমপি’র অনুদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত টিআর (২য় পর্যায়) কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসু’র ভিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি’র পক্ষ থেকে ১২০টি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও ঈদগাহ- মন্দিরে ৬০ লাখ টাকার আর্থিক অনুদানের ফরম বিতরণ করা হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ১২০টি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকার এ অনুদানের ফরম বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও এমপি’র অফিসের উপদেষ্ঠা নবাবজাদা আলী ওয়াজেদ খান বাবু’র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেলের পরিচালনায় বক্তব্য দেন বাবনিয়া নিজামিয়া হাসিমপুর মাদ্রাসার সুপার মাওলানা আহসান উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, শিক্ষক ফয়জুর রহমান ফজির, এমপির অফিস সহকারী শেখ রুহেল, এমপির প্রতিনিধি হোসেন মনসুর। এসময় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি শফিকুল ইসলাম জাহেদ, সাহেদ নূর, আব্দুল লতিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের মাধ্যমে কুলাউড়ার জনগণ শিক্ষা-প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের সুফল ভোগ করছে। তারা আরো বলেন, এরআগে কোন এমপি’র সময়কালে এভাবে প্রকাশ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোন বরাদ্দ দেয়া হয়নি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh