শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌর প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায়  কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার দখলকৃত জায়গা উদ্ধার চালু হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গেপ্তার কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে কুলাউড়া বরমচালে ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন, সভাপতি আসাদ – সম্পাদক খালেদ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচিত “খসরু-সুয়েব”পরিষদের অভিষেক ৫ মে

সিলেটে তেলের খনির সন্ধান, প্রথম দিন পাওয়া গেছে ৭০ ব্যারেল

ফারজানা আহমেদ
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সিলেটের জয়ন্তপুর ও মৈনাটঘাটে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। প্রথম দিনে পাওয়া গেছে ৭০ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল।

প্রতিমন্ত্রী রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ৪ থেকে ৫ মাস পর পুরো তেলের মজুত জানা যাবে। এখানে মজুত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

নসরুল হামিদ জানান, সিলেট-১০ নম্বর কূপে ২৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে ৪টি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নীচের স্তরটি ২৫৪০-২৫৫০ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় এবং ফ্লোয়িং প্রেসার ৩২৫০ পিএসআই। মজুতের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট। ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়। ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরও একটি জোন পাওয়া যায় যেখানে ৮-১২-২৩ তারিখে টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায়, যার প্রাথমিকভাবে এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়। পরীক্ষা সম্পন্ন হলে তেলের মজুত জানা যাবে। ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে প্রায় ৮-১০ বছর সাসটেইন করবে এবং গড় ভারিত মূল্য হিসেবে এর মূল্য প্রায় ৮৫০০ কোটি টাকা। যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে ১৫ বছরের অধিক সাসটেইন করবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh