রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে জামায়াতের রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত কুলাউড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধাতালিকায় ৮ম স্থান অর্জন করলেন তাওহিদুল মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কুলাউড়া থানা পরিদর্শন আগামী ১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন কুলাউড়া কাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ব্রাহ্মণবাজার গাজীপুর গ্রামের জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জামায়াত মনোনীত কুলাউড়া আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া ব্রাহ্মণবাজারে জামায়াত আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুন্তাজিমের মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিক নাজমুল বারীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি

হাসপাতালের কোয়ার্টার থেকে মসজিদের ইমামকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালের ইমাম ইকবাল হোসেন (৪৬) কে হাসপাতাল কোয়ার্টার থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় ১৭ নভেম্বর রোববার সকাল ১০টায় উদ্ধার করা হয়েছে। অজ্ঞান অবস্থায় তিনি কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার এশার নামায শেষে হাসপাতালের বাসায় ফেরেন ইমাম ইকবাল হোসেন। সন্তানদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় স্ত্রী তাদেরকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যান । রোববার সকাল ১০ টায় হাসপাতাল মসজিদে টাইলস কাজের মিস্ত্রি আব্দুস সামাদ কাজ করার জন্য মসজিদে আসেন। চাবির জন্য খোঁজ পড়ে ইমামের। কিন্তু ইমামের মোবাইল ফোনও বন্ধ থাকায় সন্দেহ হয়। হাসপাতালের বাসায় গিয়ে দেখা যায়, দরজা ভেতর দিক থেকে বন্ধ। বিছানায় হাত পা বাঁধা অবস্থায় রয়েছেন ইমাম। হাসপাতালের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মোহনা আক্তার কালবেলা কে জানান ইমাম সাহেবকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে এখন কিছুটা সুস্থ আছেন তবে মারধর করায় শরীরে অনেক ব্যাথা রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, তিনি নিজে উপস্থিত থেকে ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাত পা, মুখ বাঁধা ছিলো। চেতনানাশক কিছু ব্যবহার করেছে দুর্বৃত্তরা। বাসায় সবকিছু এলোমেলো ছিলো। ধারণা করা হচ্ছে এটা একটি দুর্বৃত্ত চক্রের কাজ।
হাসপাতালের
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ইমামকে দেখতে যান। তাঁর জ্ঞান না ফেরায় বুঝা যাচ্ছে না আসলে কি ঘটেছে? চিকিৎসার পর তিনি সুস্থ হলে অভিযোগ নেয়া হবে। কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে এব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh