কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে ২৫ ডিসেম্বর এএসআই তপন দেব, এএসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানার আলী নগর ইউনিয়নের জালালীয়া গ্রাম থেকে জিআর-৩২৮/১৭(কোতোয়ালী) এবং সিআর-২৩০/১৭(বড়লেখা) ০১ বছরের সাজাপ্রাপ্ত ও ৫০০০ টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী কুলাউড়া উপজেলার নন্দিরগ্রাম গ্রামের মৃত ওমর আলীর ছেলে
মতছির আলী রনি কে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী মাহমুদ জানান গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।