বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী’র ইন্তেকাল  আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর

বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও বন্যার্তদের খাবার বিতরণ করেছেন ড.সাইফুল আলম চৌধুরী পরিবার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, বন্যা আক্রান্ত দু:স্থ অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, যুক্তরাজ্য জিয়া পরিষদের সভাপতি ও কুলাউডা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ২৪ জুন (সোমবার) কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর উনার গ্রামের বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সহ-সভাপতি মতিউর রহমান(সেফুল), বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল , কুলাউড়া উপজেলা বিএনপির নেতা আব্দুর নুর চৌধুরী হীরাপ্রমুখ। পরে এক ভিডিও বার্তায় ড.সাইফুল আলম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে। আজ বাংলাদেশ ভালো নেই। দেশ নায়ক তারেক রহমান মানুষকে ভালো থাকার স্বপ্ন দেখিয়েছেন। দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ এই সরকার মেরে ফেলার চক্রান্ত করছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অতিদ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানাই এবং উনার আশু রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর আমরা বন্যার্তসহ অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার পরিবেশন করে থাকি যারা বাড়িতে আসতে পারবে না স্বেচ্ছাসেবক দিয়ে তাদের বাড়ি পৌছাই এবার ও আমরা গত ২৩ জুন থেকে শুরু করেছি আমাদের খাবার বিতরণ কর্মসূচী চলমান থাকবে আমাদের বাবার প্রচলিত নিয়ম ধারাবাহিক ভাবে চলমান রয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ ছাড়াও আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি । পরে মোনাজাত পরিচালনা করেন হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: হারিস উদ্দিন আহমদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh