।
বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবির এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা।
আজ ১১সেপ্টেম্বর (বুধবার) শহীদ বেলাল হলে জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নিজাম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দায়িত্বশীলরা ছাত্র সমাজের ঢাল হিসেবে দায়িত্ব পালন করতে হবে।সর্বোচ্চ ঈমানি চেতনা নিয়ে ছাত্রদের মাঝে ইসলামের দাওয়াত উপস্থাপন করতে হবে।
এছাড়াও প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা এইচআরডি সম্পাদক তোফাজ্জল হোসেন, কুলাউড়া উপজেলা সভাপতি ফয়সল আহমদ সহ প্রমুখ।