১৪ সেপ্টেম্বর, শনিবার, দুপুর ১২.৩০ মিনিটের সময় মৌলভীবাজার জেলার মধ্যস্থিত কুলাউড়া উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে সিরাতুন্নবী সা. উপলক্ষে,
সিরাত সম্মেলন ‘২৪ এর আয়োজন করে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা।
জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি নিজাম উদ্দিনের পরিচালনায় সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবা,
এ সময় প্রধান অতিথির আলোচনায় বলেন- ছাত্র হিসেবে নিজেদের জিবন গঠন করতে হবে, আল্লাহর রাসূলের গোটা জিবন থেকে, সিরাত কে অনুসরণ করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খান।
জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা আমীর মাস্টার আবদুল হামিদ খান, শিবিরের সাবেক জেলা সভাপতি আলাউদ্দিন, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুনতাজিম,জেলা স্কুল এন্ড কলেজ সম্পাদক আব্দুল মোহিত মুর্শেদ, জেলা সাহিত্য সম্পাদক শিবলু আহমদ প্রমুখ।