কুলাউড়া উপজেলার কর্মধা উইনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে অবস্থিত পশ্চিম হাসিমপুর জামিলিয়া ইসলামিয়া মাদাসায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পশ্চিম হাসিমপুর জামিলিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ৪ টি বিভাগ হামদ নাত,ক্বেরাত, আযান, হাদিস ও মাসয়ালা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আশরাফ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মাদরাসার ম্যানেজমেন্ট কমিটির অন্যতম কর্ণধার ও ভূমি দাতা ইতালি প্রবাসী শেখ এলাইছ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রত্যেক বিভাগের প্রথম তিন জনকে পুরুস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণ কারী সবাইকে পুরুস্কার প্রদান করা হয়।পরে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়