সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত, কাল থেকে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ার ভুকশিমইলে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী  কুলাউড়ায় মাদ্রাসার সুপার কে তালামীয নেতার হুমকি, প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে বালু উত্তোলন করায়, ১ লক্ষ টাকা জরিমানা ইসলামী আইনের চেয়ে পৃথিবীতে ভালো কোনো আইন নেই—ডা. শফিক জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২মিলিয়ন ইউরো দেবে ইইউ

পূজামণ্ডপে মানসিক প্রতিবন্ধীর সাথে এ কেমন নিষ্ঠুর আচরণ!

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রুহেনা আক্তার লুবনা (২২)। গত এক যুগ থেকে সে মানসিক রোগী। পাগলী নামে গ্রামের সকলেই চিনেন। মূর্তি ভাঙচুরের চেষ্টা ও হামলার অপবাদ দিয়ে তার উপর চালানো হয় নিষ্ঠুর নির্যাতন। তাতেই ক্ষান্ত হয়নি তারা। তুলে দেয় প্রশাসনের হাতে। পুলিশও তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। গত এক সপ্তাহ থেকে সেই নির্যাতন আর অপবাদের ক্ষত নিয়ে নিয়ে মৌলভীবাজার জেলহাজতের প্রকোষ্টে কাটছে পাগলী লুবনার অনিশ্চিত দিনকাল। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা-বাগানের পূজা ম-পে।
জানা যায়, গত ১২ অক্টোবর রাতে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের লেবু মিয়া ও বাচ্চু মিয়ার ভাগনী মানসিক রোগী রুহেনা আক্তার লুবনা মধ্যরাতে সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোজাঁখুজির পর পরিবারের লোকজন রাতে তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে রাত আনুমানিক দেড়টায় পার্শ্ববর্তী বিজয়া বাজারে তাকে ঘোরাফেরা করতে দেখেন পাহারাদার সুরুজ মিয়া ও সিরাজ মিয়া। তাকে বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করলে কোন উত্তর দেয়নি। এসময় কিছু খারাপ প্রকৃতির ছেলেরাও তাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠে। মেয়েটির নিরাপত্তার কথা চিন্তা করে টহল পুলিশের কাছে তুলে দেন বাজার পাহারাদাররা।
কিন্তু টহল পুলিশের দায়িত্বরত কুলাউড়া থানার এএসআই মো: নুরু মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স লুবনাকে তাদের হেফাজতে না রেখে বিজয়া চা-বাগানের দূর্গাপূজা মন্ডপে দায়িত্বরত মহিলা আনসারের কাছে নিয়ে রাখেন। আনসাররা থাকে পুজামন্ডপের পাশে বাগানের স্কুল ঘরে রাখেন।
বিজয়া চা-বাগান পঞ্চায়েত সভাপতি কিরণ শুক্ল বৈদ্য জানান, ওই মেয়েটাকে আনসারের কাছে রাখার পর রাত আড়াইটায় পুজামন্ডপ বন্ধ করা হয়। পরদিন অর্থাৎ রোববার সকালে মেয়েটি পুজামন্ডপে ঢুকার চেষ্ঠা করেছে। এসময় একটি শিশু ও পূজাম-পের ঠাকুরকে মারপিট করেছে। এনিয়ে বাগানের লোকজন আতঙ্কিত হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করেন। এসময় উপস্থিত শ্রমিকরা তাকে কিছু মারপিটও করেছে।
কিন্তু বাজারের লোকজন জানান, সকালে বাগানের শিশু কিশোররা তাকে পাগলী পাগলী বলে উত্যক্ত করলে লুবনা ক্ষিপ্ত হয়ে উঠে শিশুদের তাড়িয়ে নিয়ে যায়। মুর্তি ভাঙ্গার অপবাদ দিয়ে ইসকন মন্দিরের সুমন এবং বাগানের নয়নের নেতৃত্বে লুবনাকে বেধড়ক মারপিট করা হয়। এসময় হুলস্থুল কান্ডে এক শিশু আহত হয়। থমথমে পরিস্থিতির খবর পেয়ে ইউএনও মো: মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মো. জহুরুল হোসেন, ওসি মো. গোলাম আপছার এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
লুবনার মামা বাচ্চু মিয়া ও লেবু মিয়া জানান, ২০১২ সাল থেকে সে মানসিক রোগী। তারা ডাক্তারের সকল ব্যবস্থাপত্র নিয়ে মানসিক রোগী হিসেবে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন। কিন্তু বাগানের লোকজন উল্টো তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। অসহায় হয়ে তারা ফিরে আসেন। এসময় ইসকন মন্দিরের নয়নসহ কয়েকজন শ্রমিক মন্দিরে হামলার কথা বলে ঘটনাটি লাইভ করে ছড়িয়ে দেওয়ার জন্য শ্রমিকদের উৎসাহিত করেন।
তারা আরও জানান, আইনজীবি নিয়ে আদালতে জামিন চেয়েছিলেন কিন্তু পাননি। শারিরীক নির্যাতনের কারণে মেয়েটি আরও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। জেলহাজতে দেখতে গিয়েছিলেন কিন্তু লুবনা কাউকে চিনতে পারেনি। শরীরের ক্ষত নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।
এ ঘটনায় বাগান পঞ্চায়েত সভাপতি কিরন শুক্ল বৈদ্য বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় লুবনার বিরুদ্ধে শিশুর উপর হামলা ও ৫০০ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন বলে তার মামারা জানিয়েছেন এবং চিকিৎসার কাগজপত্রও দেখিয়েছেন। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তাকে প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, এ ঘটনায় একটা মামলা হয়েছে। তবে মেয়েটিতো আদালত থেকে জামিন পাওয়ার কথা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এএসআই মো: নুরু মিয়াকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh