বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ পৌরসভার দেখিয়ারপুরে আর সি সি দ্বারা ঢালাই কাজের উদ্বোধন

৫ আগস্টের আগে পাহাড় সমান বৈষম্য ছিল যা ছাত্রসমাজ ভেঙে দিয়েছে- পুলিশ সুপার মৌলভীবাজার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

 

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ৫ আগস্টের আগে পাহাড় সমান বৈষম্য ছিল। এই বৈষম্য আমাদের ছাত্রসমাজ ভেঙে দিয়েছে। চব্বিশের জুলাই-আগস্ট বৈষম্যের আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। ছাত্রদের সাথে আন্দোলনে তাদের মা-বাবা ও প্রতিবেশী গিয়েছিল। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা অনেকেই কথা বলতে পারছি।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, অনেকেই বৈষম্যের কথা বলতে গিয়ে মামলার আসামি হয়েছেন। আবার কেউ হারিয়েছেন ভাইকে, মা, বাবা, স্ত্রী ও সন্তানকে। এসব রক্তের বিনিময়ে আজ আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই আমরা সবাই মিলে বৈষম্য দূর করে এই দেশটাকে এগিয়ে নিতে হবে।

প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবং এনটিভির স্টাফ করসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, প্রেসক্লাবের সদস্য সচিব ও নিউজ টুয়েনটিফোরের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কালের কণ্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল। এ সময় ডিএসবির ডিআইও-১ মো. আজহারুল ইসলামসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh