সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত, কাল থেকে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ার ভুকশিমইলে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী  কুলাউড়ায় মাদ্রাসার সুপার কে তালামীয নেতার হুমকি, প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে বালু উত্তোলন করায়, ১ লক্ষ টাকা জরিমানা ইসলামী আইনের চেয়ে পৃথিবীতে ভালো কোনো আইন নেই—ডা. শফিক জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২মিলিয়ন ইউরো দেবে ইইউ

কুলাউড়ায় লংলা কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুণর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
 ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কুলাউড়া উপজেলার দক্ষিঞ্চালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজ ২৫ বছর পূর্ণ করেছে। কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনীর বর্ণাঢ্য উৎসব আগামী ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা আয়োজন ও প্রস্তুতি এগিয়ে চলছে। উদযাপন সফল করতে কুলাউড়ার কর্মরত সকল সাংবাদিকদের সাথে লংলা আধুনিক ডিগ্রি কলেজের উৎসব উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি দুপুরে কলেজ মিলনায়তনে উক্ত মত বিনিময় সভায় কলেজের বিশাল এই আয়োজনের প্রস্তুতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, উদযাপন পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, উদযাপন পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক  মো. গোলাপ মিয়া, অর্থ উপ-কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, প্রচার ও জনসংযোগ উপ-কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক হেলাল খান, ১ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু প্রমুখ।
সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আয়োজক কমিটির পক্ষ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানসূচী সম্পর্কে সকলকে অবগত করা হয়।
জানা যায়, অনুষ্ঠানকে সফল করার লক্ষে ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হবে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশন ও র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। পর্যায়ক্রমে দিনব্যাপী কর্মসূচীতে আলোচনা সভা, স্মৃতিচারণ, ম্যাগাজিন প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, খেলাধুলার পুরষ্কার বিতরণ, শুভেচ্ছা স্মারক (টি শার্ট, মগ, ক্যাপ, ম্যাগাজিন ও আপ্যায়ন) প্রদান করা হবে। এ সময় কলেজে স্টল, সৌন্দর্য্যবর্ধন ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এএসএম আমানউল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়ার কৃতি সন্তান বিশিষ্ট জীন বিজ্ঞানী, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নওয়াব আলী আব্বাছ খান। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যতিমান কণ্ঠশিল্পী আশিক ও অন্যান্য ব্যান্ড দল।
অনুষ্ঠান সফল করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কলেজের স্কাউট, স্বেচ্ছাসেবী ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে উক্ত অনুষ্ঠানের সফল সমাপ্তি হবে বলে আশাবাদী আয়োজক কমিটি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh