বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা

শোভাযাত্রার মাধ্যমে কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু

মো. মহি উদ্দিন
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

 

বর্ণাঢ্য আয়োজনে লংলা আধুনিক ডিগ্রি কলেজের পঁচিশ বছর পূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। ১৭ জানুয়ারি (শুক্রবার)  বিকেলে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করা হয়। নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন, বিভিন্ন ব্যাচের পোস্টার, লাঠি খেলা, ব্যান্ড পার্টির সমন্বয়ে বিশাল র‌্যালীটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রবিরবাজার প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুল আজিজ, উস্তার মিয়া, কলেজের সহকারি অধ্যাপক মো. নজমুল হোসেন, উদযাপন পরিষদের সম্পাদক প্রভাষক গোলাপ মিয়া প্রমুখ। এ সময় র‌্যালীতে কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

উদযাপন পরিষদের সম্পাদক মো. গোলাপ মিয়া জানান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ঐতিহাসিক রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান স্মরণ করে রাখতে নানা কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠানসমূহে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিম, জীন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, কুলাউড়ার ইউএনও মো. মহিউদ্দিন, শাবির সাবেক রেজিস্টার জামিল আহমেদ চৌধুরী প্রমুখ।

প্রথম দিনের আনন্দ শোভাযাত্রা শেষে কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান জানান, এই অঞ্চলের উচ্চ শিক্ষার বিকাশে লংলা আধুনিক ডিগ্রি কলেজ অগ্রণী ভূমিকা রাখছে। কলেজটির ইতিহাসে এই অনুষ্ঠানটি একটি স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh