মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা কুলাউড়া সদর ইউনিয়নে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মৌলভীবাজার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব মিথ্যা মামলায় খালাস পেলেন লন্ডন প্রবাসী সাংবাদিক ভুট্টো কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্টে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার কুলাউড়ায় গাঁজা সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হলেন সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী কুলাউড়া থানার সুজন তালুকদার ও আলীম জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত

কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উৎসব ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ তিনি বলেন অতীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ৫ আগষ্ট  বিশ্ববিদ্যালয়ের সব পালিয়ে গেছে। ওরা চেয়ারের তোয়ালে পর্যন্ত নিয়ে গেছে। অনেক কষ্ট করে রাতভর কাজ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গতি নিয়ে এসেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পরিবর্তন আনা হবে। চালু করা হবে বাধ্যতামূলক ট্রেড কোর্স।  তিনি বলেন, চলতি বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পরিবর্তন হবে। কারিকুলামে পরিবর্তন এনে শিক্ষাকে যুগপোযোগী করা হবে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও চালু করা হয়েছে।  বেসরকারি কলেজে গভর্নিং বডি তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে জোর লবিং করতে হয়। কিন্ত এটা কেন? কি লাভ গভর্নিং বডিতে থেকে। এসব কারনে গভর্নিং বডির সভাপতি পদ তুলে দেয়ার চিন্তা ভাবনা চলছে। শুধু তাই নয় কলেজগুলোতে শিক্ষকদের মধ্যে দলাদলি রয়েছে। রাজনীতি করতে চাইলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় আকাশ থেকে গুলি করে ছেলে-মেয়েদের মারা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আকাশ থেকে গুলি করে আমাদের ছেলে মেয়েকে মারা হয়েছে। তাদের কি অপরাধ ছিলো যে, তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে। ক্ষমতার জন্য, কিন্তু সে ক্ষমতায়ও তারা টিকতে পারলো না। প্রধানমন্ত্রীর সাথে তার ৩শত এমপিও পালালো। এমনকি বায়তুল মোকারমের খতিবও পালিয়েছে। এসব নিয়ে তাদের লজ্জা হওয়া উচিত।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম ও  গোলাপ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সংবর্ধিত অতিথি ছিলেন জীন বিজ্ঞানী ও ধান গবেষক  ড. আবেদ চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার মো. আব্দুল ওয়াহিদ সারওয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবেদ রাজা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক সেলিম আহমেদ ও জাহিদ হাসান ছামাদ প্রমুখ। মানপত্র পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন ও শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়।  অনুষ্ঠানের একপর্যায়ে রজতজয়ন্তী উপলক্ষে  প্রকাশিত স্মারকগ্রন্থ ফানাই’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে ১৭ জানুয়ারি বিকেলে রজতজয়ন্তী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh