মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছারের নির্দেশে থানার এস আই আমির হোসেন আমুর এর নেতৃত্বে এএসআই রফিকুল ইসলাম, এএসআই ইমদাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুলিশ অভিযান চালিয়ে কুলাউড়া শহরের পৌর এলাকার কাছুরকাপন সজল আহমদ এর দোকানের সামনের রাস্তা থেকে মাদক কারবারি চাতলগাঁও এলাকার মনির আলীর ছেলে সোলেমান মিয়া (৪৯) কে গ্রেপ্তার করেন। এসময় তল্লাশী চালিয়ে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ২৯ পিস ইয়াবাও উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।