বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে কুলাউড়ায় আসছেন সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর, প্রিন্সিপাল মাওলানা শাহ নেছারুল হক। সমিতির কেন্দ্রীয় মহাসচিব, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় আহবায়ক, কাজী মাওলানা সেলিম রেজা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা ইকবাল হোসেন। কেন্দ্রীয় কাজী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন বিভাগ ও জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানসূচির মধ্য সকাল ১১টা ৩০ মিনিটে শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসায় এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। দুপুরে সিংগুর কাজী বাড়ীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বিকেল ৩টায় সিরাজনগর চা বাগান বাংলোতে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। সন্ধা ছয়টায় জেলা কাজী সমিতি ও কুলাউড়া কাজী সমিতির সাথে মতবিনিময় সভা। রাতে কুলাউড়া রেলওয়ে ষ্টেশনে ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ। বুধবার হাজীপুর, শরীফপুর ইউনিয়নসহ কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গা শীতবস্ত্র বিতরণ করবেন। রাতে সিংগুর কাজী বাড়ীতে রাত্রি যাপন করে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন। উল্লেখ্য, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও কুলাউড়া কাজী সমিতির আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।