বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পি আর পদ্ধতি হলো ফ্যাসিবাদের পুনর্বাসনের একট প্রজেক্ট- জেলা বিএনপির সদস্য সচিব রিপন বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কুলাউড়ায় জুস পান করে মা মেয়েকে অচেতনের অভিযোগ কুলাউড়ায় মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

কুলাউড়ায় শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির আয়োজনে ১৯ তমবর্ষ শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে ১৭ এই সেপ্টেম্বর শনিবার,প্রতি বছরের ন্যায় এবারও কুলাউড়া দক্ষিণ বাজারের শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়িতে সকাল ৯ ঘটিকায় পূজা শুরু হয়ে অঞ্জলি প্রদান ১১ঘটিকায় দুপুর ১২টায় এক আনন্দ র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে,পরে বেলা ১টা কির্তন পরিবেশনায় শ্রী রিপন মল্লিক সাগর শ্রীশ্রী জগন্নাথ সম্পাদায় কুলাউড়া, পরে দুপুর ২ ঘটিকায় ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। কথিত আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। শ্রীশ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,কুলাউড়া প্রেস ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেনগুপ্ত,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া পৌর শাখার আহ্বায়ক বিচিত্র রঞ্জন দে,সদস্য সচিব গোবিন্দ দে,উপজেলা হিঃবৌঃখ্রিঃঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক যাদবেন্দ্র রায় যাদু,সমাজ কল্যাণ সম্পাদক কৃপাময় চন্দ্র শীল,উদীচী শিল্পীগোষ্ঠীর সম্পাদক নির্ম্যাল মিত্র সুমন,মাগুরা গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়এর সভাপতি অমূল্য দেব সম্পাদক জ্যোতি বিকাশ দেব,রেলওয়ে জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জ্যোতিষ শীল,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম,২নংওয়ার্ড সম্পাদক ও সেলুন সমিতির সাধারণ সম্পাদক অশোক চন্দ,১নংওয়ার্ড মেম্বার রিংকু বর্ধন,লংলা শীল সমাজ কল্যান সমিতির সভাপতি অজিদ শীল সহসভাপতি সত্যেন্দ্র শীল,
পৌরসভা সেলুন সমিতির সভাপতি গোপাল চন্দ,সাবেক সভাপতি খিতিশ চন্দ সংগঠনের নেতৃবৃন্দ
দিলীপ চন্দ,লিলাময় চন্দ,সুবল চন্দ,রতন চন্দ,অনাদি চন্দ,দিপক চন্দ,শীতল চন্দ কালা,সুমন চন্দ,নিতাই চন্দ,পিকু,পলাশ মল্লিক,বিধ্যুৎ,সন্তোষ,সঞ্জিত,শ্যামল,পলাশ চন্দ,রিংকু,শিপন,প্রমুখ।
পূজা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি লিটন বৈদ্য লিটু ও সম্পাদক হৃদয় চন্দ বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh