বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পি আর পদ্ধতি হলো ফ্যাসিবাদের পুনর্বাসনের একট প্রজেক্ট- জেলা বিএনপির সদস্য সচিব রিপন বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কুলাউড়ায় জুস পান করে মা মেয়েকে অচেতনের অভিযোগ কুলাউড়ায় মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

ফুলতলা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী বিদ্রোহী প্রার্থী সেলু’র বাজিমাত

মহি উদ্দিন রিপন, জুড়ী ফুলতলা থেকে ফিরে
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান প্রার্থী হয়ে বাজিমাত করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী, প্রবাসী আব্দুল আলিম সেলু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ৮১৯ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান মোঃ মাসুক আহমদকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বিজয়ী প্রার্থী আব্দুল আলিম সেলু পান ৫ হাজার ৩১ ভোট। আর নৌকার প্রার্থী মোঃ মাসুক আহমদ পান ২ হাজার ২১২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা মিয়া (আনারস) প্রতীক নিয়ে পান ১ হাজার ৬৭৫ ভোট।

বিজয়ী চেয়ারম্যান আব্দুল আলিম সেলু ফুলতলা ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফয়াজ আলীর পুত্র।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম সেলু এক প্রতিক্রিয়ায় বলেন, একমাত্র মানুষের ভালোবাসার টানে এবং পিতার হারানো মসনদটি ফিরে পেতেই ২৩ বছরের প্রবাস জীবন ফেলে এসে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। চা-বাগান অধ্যুষিত ফুলতলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই জরাজীর্ণ ও উন্নয়ন বঞ্চিত ইউনিয়নকে এক বন্দিদসা থেকে মুক্ত করতে এবার তাদের মূল্যবানটি ভোটটি আমাকে প্রদান করে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। সেজন্য আমি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই কৃতজ্ঞতা। আমার বাবা মরহুম ফয়াজ আলী এই ইউনিয়নের মানুষের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। আমি আমার পিতার অসমাপ্ত কাজ বাস্তবায়ন ও নির্বাচিত সকল ইউপি সদস্যদের নিয়ে ফুলতলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করবো।

জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, ফুলতলা ইউপিতে ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১৩ হাজার ৩৫৬। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপহার দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছিল। নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসারসহ কয়েক স্তরের নিরাপত্তা জোরদার ছিল। এছাড়া তিনজন ম্যাজিস্ট্রেট ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনটি সফলভাবে শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh