বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী’র ইন্তেকাল  আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর

কুলাউড়ায় স্কাউট সমাবেশের উদ্বোধন করলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কুলাউড়া সরকারি কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে পাঁচদিন ব্যাপী এ স্কাউট সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই স্কাউটারদের মধ্য থেকে আগামী দিনের জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে, সাদাকে সাদা আর কালোকে কালো বলা মানুষ এই স্কাউট থেকে গড়ে উঠবে
ডিজিটাল বাংলাদেশ গড়তে নিজেকে স্মার্ট বাঙালি ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে জানিয়ে সুলতান মনসুর আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের মুখে হাসি ফোটাতে কাজ করতে চান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মো. সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হান্নান, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদির, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, স্কাউট কমিশনার আবদুল কাইয়ুম, জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল সালাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার।
অনুষ্ঠানে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিনসহ  স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh