সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক সঞ্জয় পাশী গ্রেপ্তার কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কুলাউড়ায় যুবলীগ নেতা তারন গেপ্তার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামি ঐক্যজোটের প্রার্থী রহমানী

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে-২ আসনে অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামি ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার কর্মধা ইউনিয়নে স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে তিনি একটি সভা পরিচালনা করেন।
এ সময় আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে উৎসুক ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য পানির বোতল নিয়ে আসেন। কেউবা শিশুদের কোলে নিয়ে মাথায় ফুঁ দেওয়ার জন্য এই প্রার্থীর কাছে অনুরোধ করতে দেখা গেছে।
এছাড়াও ভোটাররা ফুঁ দেওয়ার জন্য মাথা এগিয়ে দেন। নির্বাচনী প্রচারণায় এমন অভিনব দৃশ্য চোখে পড়ে উপজেলার রবির বাজার জামে মসজিদের সামনেও। এ সময় কয়েক শতাধিক ভোটাররা ভিড় করলে তিনি ভোটারদের কাছে ভোট চান। ভোটাররাও আগ্রহ নিয়ে তার বক্তব্য শোনেন।
ঝাড়-ফুঁক নিতে আসা স্থানীয় বাসিন্দা আকলাছ মিয়া বলেন, ‘রহমানীর নিকট থেকে পানি পড়া নিলে উপকার হবে, এই বিশ্বাসে পানির বোতল পড়িয়ে নিয়েছি। রোগ হলে পড়া পানি উপকারে আসবে বলেছেন তিনি।’
আরেক ভোটার সুমন মিয়া তার শিশুকে কোলে নিয়ে রহমানীর নিকট থেকে মাথায় ফুঁ দেওয়াতে আসেন । তিনি বলেন ‘মাথায় ফুঁ নিলে আমার শিশু অনেক বিপদ থেকে রক্ষা পাবে।

জাহিরুন নামের একজন বলেন, ‘পেঠে ব্যথা নিয়ে পানি পড়া খেলে ব্যাথা কমে যায়। এজন্য তাঁর কাছ থেকে পানি পড়া নিয়েছি।’
এদিকে, ঝাড়-ফুঁক ও পানি পড়ার বিষয়ে জানতে চাইলে আছলাম রহমানী বলেন, ‘লোকজন আমাকে দেখে ভিড় করে। এ সময় তারা মাথায় ফুঁ নিতে ও পানির বোতল নিয়ে এগিয়ে আসেন। আমিও তাদের মাথায় ও পানির বোতলে ফুঁ দিয়ে দেই এবং আমার মিনার প্রতীকের জন্য ভোট চাই।

ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছলাম হোসাইন। তবে তার দলের সিলেট বিভাগের ৯টি আসনের প্রার্থীরা ভোট বর্জনের হুমকি দিয়েছেন। রহমানী অভিযোগ করেন যে নির্বাচনী সভায় তাকে বাধা দেওয়া হচ্ছে। আগামী সোমবার ভোট বর্জনের বিষয়টি নিয়ে তিনিও সিদ্ধান্ত নেবেন বলে সাংবাদিকদের তিনি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh