রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে জামায়াতের রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত কুলাউড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধাতালিকায় ৮ম স্থান অর্জন করলেন তাওহিদুল মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কুলাউড়া থানা পরিদর্শন আগামী ১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন কুলাউড়া কাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ব্রাহ্মণবাজার গাজীপুর গ্রামের জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জামায়াত মনোনীত কুলাউড়া আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া ব্রাহ্মণবাজারে জামায়াত আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুন্তাজিমের মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিক নাজমুল বারীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি

কুলাউড়ায় শিশুদের মাতালো সিসিমপুর

সালা উদ্দিন
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

 

সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি চরিত্রগুলো যেনো শিশুদের কাছে স্বপ্ন। এ স্বপ্নই ধরা দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লিভডন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

নাচ, গান আর কথায় বিদ্যালয় প্রাঙ্গণ মাতিয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্ররা। এতদিন টেলিভিশনের পর্দায় দেখে আসা জনপ্রিয় এ চরিত্রগুলো সরাসরি দেখে আনন্দের সীমা ছিলো না শিশুদের।

বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার ক্লিভডন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিমপুর লাইভ শো’র আয়োজন করে সিসিমপুর শিক্ষা প্রকল্প। এতে পারফর্ম করে সিসিমপুরে জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরিরা। এই নামগুলো বাংলাদেশের শিশুদের কাছে অনেক চেনা পরিচিত নাম।

টেলিভিশনের পর্দায় দেখা প্রিয় সিসিমপুর সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে ক্ষুদে শিক্ষার্থীরা। সিসিমপুরের চরিত্রগুলোর সঙ্গে নেচে গেয়ে লাইভ-শো প্রাঙ্গণ মুখর করে তোলে শিশু শিক্ষার্থীরা।

ক্লিভডন চা বাগানের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে লাইভ শো’তে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের বিনোদন দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সিসিমপুরের চরিত্রগুলো সরাসরি দেখতে পেয়ে এখানে শিশুরা বেশ আনন্দিত হয়েছে। এ অনুষ্ঠানকে ছড়িয়ে দেওয়া দরকার। শিশুদের আনন্দে আনন্দে শিক্ষা দিতে সরকার কাজ করছে বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিমপুর শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয়। তিনি বলেন, সিসিমপুর প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিশুদের আনন্দে আনন্দে শেখানোর জন্য এ প্রকল্পের মাধ্যমে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করেছে আরডিআরএস বাংলাদেশ। দাতা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রকল্পভুক্ত ২৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৫০টি প্রদর্শনী চলমান রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh