 
																
								
                                    
									
                                 
							
							 
                    মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একাধিক পদের নেতা সৈয়দ নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিম ওই ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মনফর মিয়ার ছেলে।
নাজিম ভাটেরা ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি, ইউনিয়ন আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, নাজিমের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।