শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

কুলাউড়া থানার সুজন তালুকদার ও আলীম জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এস আই (উপ পরিদর্শক) সুজন তালুকদার ও আব্দুল আলীম।
অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারী মাসের জেলার মধ্যে সর্বোচ্চ আসামী গ্রেফতার করায় শ্রেষ্ঠ আসামী গ্রেফতারকারী অফিসার হিসেবে কুলাউড়া থানার এস আই সুজন তালুকদার এই স্বীকৃতি পান।
এছাড়া কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা  ( ১১ ফেব্রুয়ারী ) মঙ্গলবার সকালে জেলা পুলিশের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।

কল্যাণ সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় এসআই সুজন তালুকদার বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার এম কে এইচ  জাহাঙ্গীর হোসেন পিপিএম স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান স্যার ও অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জানুয়ারী মাসে নিয়মিত মামলায় সর্বোচ্চ আসামী গ্রেফতার করায় আমি এই সীকৃতি পেয়েছি, আগামীতে এই ধারাবাহিকতা রাখতে বিগত দিনের মতো সব সময় কাজ করে যাবো ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:গোলাম আপছার বলেন- আমার থানায় দুইজন অফিসারের শ্রেষ্ঠত্ব অর্জনে আমি আনন্দিত। থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। অপারেশন (ডেভিল হান্ট) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে কাজ করে যাচ্ছি । এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh