বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

 

কুলাউড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার ও রমজানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় শনিবার (১ মার্চ) উপজেলার কর্মধা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।

প্রবীণ শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সুহাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জামায়াতে ইসলামীর শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সহকারী অধ্যাপক মো: আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ আবু সুফিয়ান, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকী, কাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আহমদ আল রিপার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মো: সায়েদ আলী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মজিদ লাল মিয়া এবং তাঁর সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদানের জন্য দোয়া করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০ জন হতদরিদ্র প্রতিবন্ধী মানুষকে ৬০ টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় এলাকার অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh