মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্র্যাকের ব্রাহ্মণবাজার শাখা অফিসের উদ্বোধন নোবেল বিজয়ীকে চমক দিলেন ডা. সাঈদ এনাম মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক কুলাউড়ায় ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কুলাউড়ায় পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

কুলাউড়ায় পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

 

পুলিশের উপর হামলা চালিয়ে বিস্ফোরক আইনের মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদ মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ভাটেরা ইউনিয়নে ভাটেরা রাবার বাগানের মেইন গেইট পাশে একটি মুদির দোকান থেকে ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারী মোঃ শহিদ মিয়াকে আটকের জন্য অভিযান চালায়। আসামী শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মোঃ ছাদেক মিয়া। পরবর্তীতে এসআই মোঃ ছাদেক মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও অফিসার ইনচার্জ মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, আব্দুল আলীম, হাবিবুর রহমান, আমির হোসেন আমু, এএসআই অলিয়ার রহমান মোল্লা, আব্দুর রহিম’সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটেরা ইউপির কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ হেলন মিয়ার ছেলে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯) কে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ছিনিয়ে নেয়া আসামী শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh