বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুলাউড়ায় হৃদয় আহমদ সদরের সংবাদ সম্মেলন

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

 

জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের সেন্ট্রাল রোড, সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের সন্ঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ।

সমাবেশে মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের কায়েম হতে দেয়া হবে না। এদেশের ছাত্রসমাজ তা কায়েম করতে দেবে না। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ার করতে চাই, যারা ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে যান, ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। আমরা সকল ছাত্রসমাজ ও দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব করবো।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মু. নিজাম উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার মধ্য দিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে। এই ফ্যাসিস্ট কায়েমের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই ২০০৯ সালে বাংলাদেশে পিলখানা হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চৌকশ ৫৭ সেনা অফিসারসহ প্রায় ৭৪ জনকে সেদিন হত্যা করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির রায়কে কেন্দ্র করে প্রায় দুইশত মানুষকে হত্যা করা হয়। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের হাজারো কর্মীকে হত্যা করা হয়। আমরা আরও দেখতে পাই জুলাই বিপ্লবে দুই হাজারেরও অধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে উদাত্ত আহবান জানাতে চাই, বর্তমান সরকারকে যাতে বাংলাদেশে যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার দাবি করি।

তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর অসংখ্য মামলা হয়েছে, আমরা জানি এখন পর্যন্ত সাড়ে ১১ হাজার মামলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর রয়েছে। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, দীর্ঘ সাড়ে ১৫ বছর সারা বিশ্বই জানে বাংলাদেশে অবৈধ সরকার ক্ষমতায় ছিল। অবৈধ সরকারের সকল কার্যকমই অবৈধ। সেই সাড়ে ১১ হাজার অবৈধ মামলা আমরা বাতিল চাই। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এ.টি.এম আজহারুল ইসলাম ভাই, একটা অবৈধ ট্রাইব্যুনালের রায়ে এখনো কারাগারে আছেন। আমরা এই অবৈধ ট্রাইব্যুনালের বাতিল চাই এবং এ.টি.এম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি চাই।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh