মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সিলেট মহানগর যুবলীগের সদস্য আমিনুল ইসলাম তারনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ২ টায় উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমুসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার গৌসুল ইসলাম মানিকের ছেলে, তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সে এলাকায় অনেক অনিয়ম অপকর্মের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত তারন সিলেট মহানগর যুবলীগের সদস্য ও সক্রিয় কর্মী ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক সন্ধিগ্ন মামলায় যুবলীগ নেতা আমিনুল ইসলাম তারনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে