বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পি আর পদ্ধতি হলো ফ্যাসিবাদের পুনর্বাসনের একট প্রজেক্ট- জেলা বিএনপির সদস্য সচিব রিপন বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কুলাউড়ায় জুস পান করে মা মেয়েকে অচেতনের অভিযোগ কুলাউড়ায় মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

কুলাউড়ায় শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের সুপেয় পানির ডিস্পেন্সার স্থাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ডিস্পেন্সার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৫ জুন) বিকেলে কুলাউড়া সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই ডিস্পেন্সার স্থাপনের উদ্বোধন করা হয়।

কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাঈদ লাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, আমিও এই কলেজের সাবেক শিক্ষার্থী ছিলাম। তখন থেকেই কলেজে সুপেয় পানির তীব্র সংকট দেখেছি। ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। কলেজের অন্যান্য সংগঠনগুলোরও উচিত এমন ছাত্র-কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এভাবে শুধু ডিস্পেন্সার স্থাপন নয় একাডেমিক, প্রাতিষ্ঠানিক আরো অসংখ্য কাজ করে থাকে। কুলাউড়া সরকারি কলেজে ডিস্পেন্সার স্থাপনের মাধ্যমে ছাত্রশিবির একটি অনন্য নজির উপস্থাপন করলো। তিনি আরো বলেন ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে ছিলো আছে আর আগামিতেও থাকবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সেক্রেটারি আবু বকর মো. শিপন, সাবেক ছাত্রনেতা কামরান চৌধুরী, তিহান তালুকদার, সায়েফ আহমদ, মুজাহিদুল ইসলাম ও আবু সাইদ লাবিব প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh