শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে কুলাউড়ায় পৃথক বিক্ষোভ মিছিল সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণার অভিযোগ : মামলার প্রধান আসামী কারাগারে কুলাউড়ায় বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কুলাউড়া পৌরসভায় ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান, সম্পাদক মুহিত, সাংগঠনিক বদরুল নির্বাচিত  কুলাউড়ায় শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি হারুন- সম্পাদক জামাল শুক্রবার কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে ৯ ভূমিহীন পরিবার পেলো খাস জমি  কুলাউড়ায় ছাত্র সমন্বয়ক আব্দুল হাসিমকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে কুলাউড়ায় পৃথক বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

কুলাউড়া প্রতিনিধি : ঢাকার মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখা।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যার পর সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়ার আয়োজনে শহরের ডাকবাংলো প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা জড়িতদের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করাসহ বিচার সম্পন্ন করার দাবি জানান। মিছিলে অংশ নেন ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান,  বৈষম্যবিরোধী ছাত্রনেতা আতিকুর রহমান তারেক, লিংকন তালুকদার, নাহিদুর রহমান, জাহিদুল ইসলাম, রায়হান আহমদ, ইব্রাহিম মাহমুদ, মফিজ তালুকদার প্রমুখ। এদিকে ব্যবসায়ী সোহাগ, সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে নৃশংসভাবে হত্যা, আলেমে দ্বীন আ ন ম নুরুর রহমান মাদানিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত ও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা। শনিবার (১২ জুলাই) রাত আটটায় কুলাউড়া পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌরসভা প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খান, যুগ্ম আহবায়ক রাহিদ আলম নাইম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, সদস্য সচিব আশিক জাহান সাইফ, কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তার একটাই পরিচয় সে অপরাধী। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তাই দেশব্যাপী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।#

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh