মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময়সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম। শনিবার (২৩ আগস্ট) রাতে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফুর রহমান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন