মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।
(সোমবার) ২৫ আগষ্ট সকালে পুলিশ সুপার কুলাউড়া থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক।
পরে পুলিশ সুপার থানার অফিসার ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।
এ ছাড়া পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন থানার আবাসন, খাবারের মানসহ থানায় লজিস্টিক সাপোর্ট নিয়ে অফিসার ফোর্সের কথা শোনেন এবং এগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল প্রমুখ।