কল্যাণ ও স্বস্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের বিকল্প নেই । এ জন্য সর্বপ্রথম যুবকদের এগিয়ে আসতে হবে কারণ তারাই সমাজের শক্তি এবং ভবিষ্যৎ। তাদের উচিত নিজেদের দক্ষ করে তোলা, সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। এর মাধ্যমে তারা দুর্নীতি, সামাজিক বৈষম্য দূর করে এবং টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
(শুক্রবার) ১০ অক্টোবর সকাল ৯ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার উদ্যোগে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত কর্মশালায়
৭ শতাধিক দায়িত্বশীল উপরোক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, জেলা জামায়াতের সহঃ সেক্রেটারী ও সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজিজ আহমদ কিবরিয়া।
প্রধান অতিথি আরো বলেন, আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। এ জন্য আগামী জাতীয় নির্বাচনে প্রতিটা ভোটকেন্দ্রে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা সেন্টারে যুবক-তরুণদের একটি সেতুবন্ধন থাকা প্রয়োজন, যাতে করে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের পায়তারা করতে না পারে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহঃ সেক্রেটারী যথাক্রমে সাইফুল ইসলাম খান, মোঃ আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মতিউর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার, পশ্চিম সভাপতি আশরাফুল ইসলাম শাহারিয়ার সহ স্থানীয় নেতৃবৃন্দ।