পলি রানী দেবনাথ : ব্র্যাকের সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেওয়ার জন্য উৎসবমুখর পরিবেশে আজ (১৩ অক্টোবর) সোমবার বিকাল ৪টায় শ্রীমঙ্গল (দাবি) রিজিওনের কুলাউড়া এরিয়ার ব্রাহ্মণনবাজার এলাকায় ব্র্যাক ব্রাহ্মণবাজার শাখা নামে রিজিওনের ২৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) মো: জিয়াউর রহমান, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান।
এলাকার স্থানীয়দের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: কবির হোসেন, নিত্যানন্দ দেব, চামেলি, কানু, মিন্টু দেবনাথসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) মো: জিয়াউর রহমান বলেন, কুলাউড়া এরিয়া অফিস এই এলাকার মানুষের জন্য দূরে হওয়ায় এবং ব্র্যাকের সেবা আপনাদের হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ব্র্যাক ব্রাম্মনবাজার শাখার উদ্বোধন করা হয়েছে।আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি এবং যেকোনো ধরনের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। বর্তমানে দাবি কর্মসূচি দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি পরবর্তীতে অন্যান্য কর্মসূচিও চালু করা হবে।
ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং তার বক্তব্যে বলেন, ব্র্যাক চায় এলাকার মানুষ হিসেবে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদও আপনাদের সিলেটের মানুষ। ব্র্যাক আমাদের দেশীয় একটি প্রতিষ্ঠান কিন্তু বিদেশের বিভিন্ন দেশেও তার কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের সহযোগীতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার (দাবি) মো: আসাদুজ্জামান, এরিয়া ম্যানেজার (প্রগতি) মো. জলিলুর রহমান, সেক্টর স্পেশালিস্ট (ভিডিও) বাবুল কৃষ্ণ দাস, ম্যানেজার ইউপিজি মো. লিটন মিয়া, ব্রাহ্মনবাজার শাখা অফিসের ম্যানেজার মো. সেলিম মিয়া, সমাজসেবক মো: কবির হোসেনসহ প্রমুখ|
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্তরের জনগোষ্ঠী যেমন-গ্রামীণ নারী, কিশোর-কিশোরী ও যুব সম্প্রদায়, ভূমিহীন দরিদ্র, প্রান্তিক কৃষক, শহরের দরিদ্র জনগোষ্ঠী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সুনির্দিষ্ট চাহিদা পূরণে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালিত হয়। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সদস্যরা নানা কারণে আর্থিক সেবা পেতে পারেন। এগুলো হলো- আয়বর্ধনমূলক নানা কর্মকান্ডের জন্য তহবিল গঠন, ক্ষুদ্র সম্পদে বিনিয়োগ, আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়।