রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।
রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী নাথ, সহকারী শিক্ষক সঞ্চিতা রানী নাথ, স্মৃতি রানী পাল, আমিনুল ইসলাম, রাহাতুল ইসলাম, রাজদ্বীপ রবিদাস, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক পলি রানী দেব নাথ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, রেডিও পল্লীকণ্ঠকে ধন্যবাদ জ্ঞাপন করছি রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করার জন্য। এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।