আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ঘুরে ঘুরে তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও আলমগীর ভূইয়া, জয়নুল ইসলাম জুনেদ, আখদ্দস আলী মাস্টার, দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা কায়ছার আরিফ, হারুনুর রশীদ, সুরমান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, মোস্তফা মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের শেষে শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।
এবং ধানের শীষের বিজয়ের জন্য কুলাউড়ার সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে জনসংযোগ করছি।