কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ বাজারে নির্বাচনী সভা করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
২৪ নভেম্বর (সোমবার) রাত ৮ টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌরকরণ বাজারে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, বায়তুলমাল সম্পাদক শফিক মিয়া, ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে তিনি দিনের শুরুতে স্থানীয় একটি মসজিদ উদ্বোধন করে যোহরের নামাজ আদায় করেন। পরে একটি মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন। বাদ মাগরিব ভূকশিমইল ইউনিয়নের ঘাটের বাজারে পথসভা করেন।