শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাতারে জালালাবাদ এসোসিয়েশনের নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক তাহের কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি – কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা সফলের লক্ষে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে বহুল আলোচিত প্রেমিকা হত্যা মামলার আসামী পুলিশের হাতে আটক কুলাউড়ায় বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদার সংবর্ধিত কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে – কুলাউড়ায় মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বড়লেখা ইটাউরীতে লন্ডর প্রবাসী আনোয়ারের উদ্যোগে কম্বল বিতরণ কুলাউড়া বিএনপির ১২ ডিসেম্বরের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়েই বাংলা নববর্ষ উদযাপন 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে, কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করে শহর প্রদক্ষিণ করা হয়।

শোভাযাত্রায় কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, আরএমও ডা. জাকির হোসেন, কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডা. সুলতান আহমদ, কুলাউড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসার, আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ, কুলাউড়া শিল্পকলা একাডেমির সম্পাদক বিপুল চক্রবর্তী প্রমুখ অংশগ্রহণ করেন।
এছাড়া শোভাযাত্রা শেষে সকাল ১১টায় কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসার এর সভাপতিত্বে যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
বিশেষ অতিথি ছিলেন তথ্য কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, শিল্পকলা একাডেমির সম্পাদক বিপুল চক্রবর্তী, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, কুলাউড়া টাইম টিভি সম্পাদক শহিদুল ইসলাম তনয় প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৩ জন প্রতিযোগির মধ্যে অনুষ্ঠানের অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh