২ মে সোমবার বাংলাদেশসহ অধিকাংশ দেশে ঈদ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। ইন্টারন্যশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে যে ২রা মে বেশিরভাগ দেশে শাওয়াল মাসের ১ম দিন হবে। সেই হিসাবে এ দিন বাংলাদেশ সহ অধিকাংশ দেশে ঈদুল ফিতরের প্রথম দিন হবে, কারণ শাওয়াল ১৪৪৩ এ.এইচ অর্ধচন্দ্র ২৯ রমজানের সাথে ৩০ এপ্রিল শনিবার দেখা যাবে। কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শওকত ওদে বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো ও ঘানাসহ যেসব দেশে রমজান শুরু হয়েছি ৩ এপ্রিল রবিবার থেকে
সেসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ১লা মে রবিবার। তিনি বলেছেন, যেসব দেশে ৩০ এপ্রিল শনিবার অর্ধচন্দ্র দেখা যাবে, সেখানে ওই দিন অর্ধচন্দ্র দেখা যাবে না, কারণ চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সেসব দেশে রমজানের ৩০ দিন পূর্ণ হবে তাই ঈদুল ফিতর ২ মে ২০২২ সোমবার থেকে শুরু হবে। আর যেসব দেশে ১লা মে অর্ধচন্দ্র দেখা যাবে, সে দিন অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে চাঁদ দেখা সম্ভব হবে না, তবে মধ্য ও পশ্চিম এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ অংশ দূরবীনের মাধ্যমে দেখা সম্ভব হবে।